আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:১৭


ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির কার্যকরি কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানকে সভাপতি এবং  জাতীয় বার্ণ ইনস্টিটিউটএর পরিচালক ডাক্তার নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে
ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ২০২৫-২৭ সাল মেয়াদের জন্যে গঠিত ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি- খান জাকির হোসেন দারা, এএলএম কামাল উদ্দিন হাফেজ, মোঃ আলমগীর রহমান, সৈয়দ মাসুদ রেজা, কোষাধ্যক্ষ- মুহাঃ আখতারুজ্জামান, যুগ্ম-সাধারণ যথাক্রমে এমএ তুহিন ও মোঃ নাসিরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক- শরীফ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক-মোঃ জুলফিকার আলী ভুট্টো , সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এসএম খালিদ সাইফুল্লাহ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ এনামুল কবীর, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইকবাল চৌধুরী,  শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হেমায়েত হোসেন হিমু, আইন বিষয়ক সম্পাদক বিকাশ নস্কার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ কামরুজ্জামান কামরুল, কৃষি বিষয়ক সম্পাদক ড. এ কে এম শামীম আলম , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ মন্জুরুল কবীর, নারী ও শিশু বিষয়ক সম্পাদক  রত্না শারমীন ঝরা , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিসেস মহুয়া আলী লিপি, যুব বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান বিপুল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মুন্তাসীর হাফিজ, সহ-দপ্তর সম্পাদক এস কে কায়ছার মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মিসেস রওশন আরা জামান,  মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, তানজিলা খানম, মোঃ আব্দুল লতিফ, মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ আবুল বাশার, মোঃ শাহিদুল ইসলাম, শেখ মোঃ মিজানুর রহমান বাবলু, মোঃ মুস্তাফিজুর রহমান, মুঃ খায়রুজ্জামান, মোঃ জাহিদুল ইসলাম, কাজী শফিকুর রহমান, ডা. মোস্তফা আজিজ সুমন, সরদার মোঃ আব্দুল গফফার, কাজী আনিসুজ্জামান আরজু এবং এসএম আলমগীর হোসেন।

ঢাকার নীলক্ষেতে সমিতির প্রধান কার্যালয়ে কমিটি গঠনকল্পে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ ও সাবেক নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন শহিদুল আলম, খবির উদ্দিন আহমেদ, ডা. রফিকুল ইসলাম ও প্রকৌশলী আব্দুল ওহাব।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থেকে বৃহত্তর যশোরের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সাথে নেতৃবৃন্দ যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনে সহায়তার প্রচেষ্টা চালাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে চাকুরী তথ্য, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, বৃত্তি প্রদান, গ্রামোন্নয়ণের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার প্রচেষ্টা চালানো হবে বলে প্রতিশ্রুতি জ্ঞাপন করেন তারা।

১৯৪৮ সালে বিশিষ্ট কবি গোলাম মোস্তফার নেতৃত্বে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলার আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতি গঠন করা হয়। বর্তমানে সমিতির প্রধান কার্যালয় বাবুপুরা, নীলক্ষেত, ঢাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology