আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৩:১০


নাকোলে চালের মধ্যে লুকানো ৭ কেজি গাঁজা উদ্ধার

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রাম থেকে ৭ কেজি গাঁজাসহ হেলাল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

হেলাল নাকোল পূর্বপাড়ার খোরশেদ মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৩ টার দিকে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মুকুল হোসেনের নেতৃত্বে নাকোল পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারীকে আটিক করা হয়।

এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির চালের ড্রামের ভিতর লুকিয়ে রাখা ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও ২ টি মামলা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology