আজ, শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৫


বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল

মাগুরা প্রতিদিন : মাগুরার বিনোদপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বিনোদপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা-২ নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী সালিমুল হক কামাল বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মাকাণ্ডের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি–সমৃদ্ধি ও জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে হাজারো মানুষ অংশ নেন। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology