আজ, সোমবার | ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৪:০২

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের পুনর্মিলনী ২৭ ডিসেম্বর, চলছে নাম নিবন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে আনুষ্ঠানিভাবে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থিদের প্রথম পুর্নর্মিলনী উদযাপনের কার্যক্রম রবিবার থেকে শুরু হলো।

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা লিপিকা সরকার সকালে ফিতা কেটে এর উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থি শামসুন্নাহার (১৯৫৭), শিক্ষার্থি এবং অবসর প্রাপ্ত শিক্ষক সাহিদা থাতুন, প্রাক্তণ শিক্ষার্থি মমতাজ বেগম চুমকি, মাজেদা খাতুন, রিজিয়া বেগম, অ্যাডভোকেট ওয়াজেদা সিদ্দিকা, আন্জুমানারা বেগম, কাজী জেনিস ফারজানা ডিনা, সুদিপ্তা নিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম নামটি নিবন্ধন করেন প্রধান শিক্ষিকা লিপিকা সরকার। পরে অন্যান্য শিক্ষার্থিরা তাদের নাম নিবন্ধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পুর্নর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহিনা আকতার ডেইলি। নাম নিবন্ধনে সহযোগিতা করেন অপর আহ্বায়ক অদিতি তৃষ্ণা।

১৯০৩ সনে স্থাপিত মাগুরার অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থিদের অনেকে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। দেশের বাইরেও নিজ নিজ কর্মকাণ্ডের মধ্য দিয়েও অনেকে সুপ্রতিষ্ঠিত। ওই শিক্ষার্থিদের মধ্য থেকে অন্তত ২ হাজার শিক্ষার্থি বিদ্যালয়টির প্রথম পুনর্মিলনী উত্সবে নিজেদের নাম নিবন্ধন করবেন বলে উদযাপন কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামি ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের পুর্নর্মিলনীতে অংশগ্রহণেচ্ছুকরা প্রতিদিন বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা এবং দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং সন্ধ্যার পর বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে গ্রামীণ ফোন সেন্টারের পেছনে প্রাক্তণ শিক্ষার্থি কাজী মাহফুজার বাসভবনে নাম নিবন্ধন করতে পারবেন।

নাম নিবন্ধনের ক্ষেত্রে প্রাক্তণ শিক্ষার্থিদের জন্যে ৪০০ টাকা এবং বর্তমান শিক্ষাথিদের জন্যে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology