আজ, রবিবার | ৩০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:১৩

ব্রেকিং নিউজ :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত শালিখায় ইয়াবাসহ হৃদয় গ্রেপ্তার মাগুরার সোহান হত্যা মামলা থেকে বাণিজ্য উপদেষ্টাকে অব্যাহতি মাগুরায় খুচরা সার বিক্রিতাদের মানববন্ধন ও স্মারক লিপি পেশ চাকরির আবেদনপত্রে হিন্দু না মুসলিম, মেয়েদের বৈবাহিক পরিচয় বড় নয়-কাজী কামাল ভূমিকম্পে মাগুরার শ্রীপুর গার্মেন্টসে শতাধিক শ্রমিক আহত মির্জা শিপনের রিট আবেদনে চট্টগ্রাম বন্দর চুক্তির সকল কার্যক্রম স্থগিত মাগুরা-১ আসনে গণফোরামের প্রার্থী হচ্ছে ডা. মিজান

মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে কাজী কামালের মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন: মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক রাষ্ট্রমন্ত্রি নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে শালিখা ও মহম্মদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দলের একটি অংশ। এসব বিক্ষোভে নেতৃত্ব দেন এ আসনের সাবেক সংসদ সদস্য ও জিকিউ গ্রুপের মালিক কাজী সালিমুল হক কামাল এবং তার অনুসারিরা।

রবিবার দুপুরের আগে মহম্মদপুর উপজেলার ধোয়াইল ও আউনাড়া বাজার এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, নিতাই রায় চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং দলে বিভাজন সৃষ্টি করেছেন। এ সময় বিক্ষোভকারীরা তার মনোনয়ন বাতিল করে কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এর পর বেলা ১২টার দিকে শালিখা উপজেলার সীমাখালি বাজার থেকে কাজী সালিমুল হক কামালের নেতৃত্বে মোটরসাইকেলের বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শালিখা উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার প্রদক্ষিণ শেষে বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে রূপ নেয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে কাজী সালিমুল হক কামাল বলেন, “নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিলেও এ আসনে বিএনপির অধিকাংশ নেতা-কর্মী তার বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি নিজস্ব একটি গ্রুপকে কেন্দ্র করে দল পরিচালনা করেন, যেখানে জাতীয় পার্টির বহু কর্মী জড়িত। শালিখা ও মহম্মদপুরের ওয়ার্ড পর্যায়ের গঠিত ৫১৩ জন সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক তার মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত আবেদন পাঠিয়েছে। আমরা আশা করছি, কেন্দ্রীয় কমিটি স্থানীয় গণমানুষের মতামত ও বাস্তব অবস্থাকে গুরুত্ব দেবে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই বিক্ষোভ ও পাল্টা অবস্থানের ফলে মাগুরা-২ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এসেছে যা আসন্ন নির্বাচনের উপর নেতিবাচিক প্রভাব পড়বে বলেও মন্তব্য করছেন অনেকে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology