মাগুরা প্রতিদিন : গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ শেষে ভায়নার মুক্তযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফিরে সমাবেশে মিলিত হয়।
এ সময় মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের, সাবেক আমীর আলহাজ্ব আবদুল মতিন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যরা।
তারা জুলাইযোদ্ধা জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের দায়ি করে বক্তব্য রাখেন।