আজ, মঙ্গলবার | ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১১:২৭


মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর

মাগুরা প্রতিদিন : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত ৪ আসামীকে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার মূল আসামী হিটু শেখকে ৭ দিনের এবং অপর ৩ আসামীকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবদুল মতিন এই রিমাণ্ড মঞ্জুর করেন।

গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এ সময় শ^াসরোধ করে তাকে হত্যার চেষ্টাও করা হয়। এ ঘটনার দুইদিন পর ৮ মার্চ মেয়েটির মা সদর থানায় তার বড় মেয়ের শ^শুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা, জামাই সজিব শেখ এবং সজিবের বড় ভাই রাতুল শেখকে আসামী করে মামলা দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করেছে।
মাগুরা সদর থানার ওসি (তদন্ত) এবং শিশু ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সরদার বলেন, প্রত্যেক আসামীর জন্যে ৭ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিলো। কিন্তু বিজ্ঞ বিচারক মূল আসামীকে ৭ দিন এবং বাকি ৩ আসামীকে ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

ঘটনার রাতে ধর্ষণের শিকার শিশুটি বোনের সাথেই ঘুমিয়েছিলো। রাত দেড়টার দিকে বোন জামাই সজিব ঘরের দরোজা খুলে বাইরে বের হলে বড় বোনের শ্বশুর হিটু শেখ ওই ঘরে প্রবেশ করে। সে ঘুমন্ত শিশুটির মুখ চেপে ধরে ওই ঘর থেকে বের করে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

অবিলম্বে অপরাধির বিচারের দাবিতে মাগুরা সহ সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ৯ মার্চ হাইকোর্ট শিশু ধর্ষণ এবং হত্যা প্রচেষ্টার এই মামলাটির বিচারকার্য ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। এ ঘটনার পরও আরো সংক্ষিপ্ত সময় এমনকি ২৪ ঘন্টার মধ্যে অপরাধির শাস্তির দাবিতে সোমবার মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন সমাবেশ করা হয়েছে। অন্যদিকে মাগুরা জেলা আইনজীবী সমিতি অপরাধির ফাঁসির দাবি জানিয়ে মানববন্ধন করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology