আজ, সোমবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১০:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় ৩টি মিষ্টির দোকানকে আর্থিক জরিমানা মাগুরা কাঁচাবাজারে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত কবি ফররুখ আহমদের বাড়ি অক্ষত রেখে রেললাইন হবে-প্রেস সচিব মাগুরা পল্লী বিদ্যুত সমিতির গণছুটিতে যাওয়া কর্মচারির সংখ্যা বাড়ছেই মাগুরায় দাসনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত ডাকসু-রাকসু নির্বাচনে লড়ছেন মাগুরার ৫ প্রার্থী মাগুরা পল্লী বিদ্যুতের আন্দোলনরত ২১৪ জন কাজে ফেরেনি মাগুরায় দুটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের এক লাখ টাকা জরিমানা মাগুরায় ঘুমন্ত স্বামীর ঘরে প্রথম স্ত্রীর দেয়া আগুনে ৩ জন দগ্ধ অপহৃত সন্তানকে ফিরে পেয়ে মাগুরা সেনাক্যাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মাগুরায় ৩টি মিষ্টির দোকানকে আর্থিক জরিমানা

মাগুরা প্রতিদিন : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিপননের অভিযোগে মাগুরা জেলা  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের ৩ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ওই বাজারের বিভিন্ন মিষ্টির দোকান, খাদ্যপণ্য ও মুদিদোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় মেসার্স বৈশাখি মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ, স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন বৃদ্ধি, দই মিষ্টিতে ক্ষতিকর অননুমোদিত নন-ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক নিতাই চন্দ্র কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, মেসার্স কুটুমবাড়ি মিষ্টান্ন এর মালিক কালাচাঁদ কুন্ডুকে অস্বাস্থ্যকরভাবে দই-মিষ্টি সংরক্ষণ ও গতদিনের বাসি খাবার বিক্রয়ের অপরাধে ৪৩ ধারায় ৩ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠান মেসার্স কুন্ডু মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন কুমার কুন্ডুকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, মোড়কীকরণ (মেয়াদ, মূল্য ইত্যাদি না দেয়া) বিধি না মানা, মিষ্টির প্যাকেটের অতিরিক্ত ওজন ইত্যাদি অপরাধে আইনের ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম এ অভিযানে অংশ নেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology