আজ, শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:০৯


মাগুরার মহম্মদপুর গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরা প্রতিদিন : মাগুরা মহম্মদপুর গ্রামীণ ব্যাংকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ব্যাংকের ভিতরে থাকা জরুরি ফাইলপত্র পুড়ে গেছে।

স্থানীয়রা জানায় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আগুনের সুত্রপাত। আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই মহম্মদপুর থানা পুলিশ এবং ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই আগুন নিভে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যায়নি। তবে বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল মৃধা জানায়, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুন দেখতে পাইনি। তখন ধোয়া উড়ছিলো।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, এটি নাশকতা কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology