আজ, বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২৩

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছেই

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শুক্রবার নতুন করে আরো ৪ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জন। তবে এদের মধ্যে ৭ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ১৪ জন এবং মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিত্সা নিচ্ছেন।

শুক্রবার আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন সদর উপজেলার শত্রুজিতপুর গ্রামের আবদুস সালামের ছেলে উজ্জ্বল হোসেন (৩৪), কুষ্টিয়ার আবদুল্লাহ হেল কাফির মেয়ে রোকাইয়া (২৯), মহম্মদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের হারুনর রশিদের ছেলে হৃদয় (২৩) এবং একই উপজেলার দাতিয়াদহ গ্রামের খলিলুর রহমানের ছেলে নুর মোহাম্মদ (২৮)। তাদেরকে মাগুরা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আক্রান্ত রোগিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশই আক্রান্ত হয়েছেন মাগুরা জেলার বাইরে থেকে। বিশেষ করে ঢাকায় অবস্থানকালিন বেশি সংখ্যাক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে তারা জানিয়েছেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, ডেঙ্গু রোগির চিকিৎসার জন্যে মাগুরায় সব ধরণের ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তবে সকলকে সতর্ক থাকতে হবে।

মাগুরায় সরাসরি ডেঙ্গু জীবানু পরীক্ষার কিটের অভাব ছিল। কিন্তু ১৪৫টি কিট পাওয়া গেছে। যার মধ্যে ৪০ টি কিট ইতোমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে দেয়া হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে দেয়ার পরও কিছু রয়ে গেছে। তারপরও জরুরী মুহূর্তের কথা ভেবে আরো কিট চেয়ে আবেদন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology