আজ, সোমবার | ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৪


সংরক্ষিত আসন দাবি করলেন মুক্তিযোদ্ধা কন্যা আবৃত্তিশিল্পী এড.­ মালতি

মাগুরা প্রতিদিন : মুক্তিযোদ্ধা বাবা কিছু না পেলেও মেয়ে আবৃত্তি শিল্পী এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি এবার জাতীয় সংসদের সংরক্ষিত আসন দাবি করেছেন। মাগুরার মেয়ে মালতি ইতোমধ্যেই দলীয় মনোনয়ন পত্রও সংগ্রহ করেছেন।

একাত্তরে মাগুরায় স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছেন বাবা। ৭৫ পরবর্তিকালে অবৈধ দখলদারি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৯ মাস কারা বরণ করেছেন। দীর্ঘ ৬০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও দলের কাছ থেকে কিছুই পাননি মালতির বাবা মাগুরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক। বিগত সময়ে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে মনোনয়ন চাইলেও বরাবরের মতোই বঞ্চিত থেকেছেন তিনি।

তাইতো এবার মেয়ে এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি দ্বাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনের জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি বলেন, বাবা সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। মাগুরা মহকুমা আওয়ামী ছাত্রলীগের সভাপতি ছিলেন। যুবলীগেরও নেতৃত্ব দিয়েছেন। একাত্তরে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। দেশ এবং রাজনীতির জন্যে সারাটি জীবন পথে পথেই কাটিয়ে দিয়েছেন। কিন্তু নিজের এবং সংসারের মানুষদের কথা ভাবার ফসরত পর্যন্ত পাননি। বাবা কেবল দিতেই চেয়েছেন। তবে আমি চাই রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের জন্যেও কিছু করতে। সে লক্ষ্যেই জননেত্রি শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology