মাগুরা প্রতিদিন : মাগুরার সন্তান সরকারের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা
(প্রশাসন ও প্রটোকল) মুন্সী জালাল উদ্দিন আর নেই।
তিনি বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুন্সী জালাল উদ্দিন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র (ব্যাচ–৮৭)। তিনি নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা-এর আজীবন সদস্য ও প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার তাঁর নিজ গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার কমলাপুর মুন্সি বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, সুরসপ্তক মাগুরা, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।