আজ, বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৯:০৮

ব্রেকিং নিউজ :
মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ

২১ জুলাই মাগুরা হতে যাচ্ছে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-মুজিববর্ষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে মাগুরা জেলার সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার মোট ৬৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে।

উপকারভোগিরা দুই শতক জমির উপর দু্ই কক্ষ বিশিষ্ট বসবাসের ঘর এবং খালি জায়গায় সবজি চাষ করার সুযোগ পাচ্ছে। কষ্টের দিনগুলো ভুলে সুখে শান্তিতে তারা বসবাসের সুযোগ পেয়েছে। কেউ করছেন গবাদি পশু কিংবা হাঁস মুগির চাষ।

প্রেসকনফারেন্সে জেলা প্রশাসক জানান, গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোঁজার ঠাঁই, হয়েছে স্থায়ী ঠিকানা। জীবন মানে এসেছে পরিবর্তন।

উপকারভোগিদের জন্যে বরাদ্দকৃত ঘরগুলোকে নানা রঙে রাঙিয়ে তোলা হয়েছে। আর এসব ঘরে বসবাসের মধ্য দিয়ে অসহায় মানুষেরা নতুন দিনের স্বপ্ন দেখবেন আশা করছি। আর দেশের মধ্যে প্রথম মাগুরা গৃহহীন ও ভূমিহীন হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া আশ্রায়ন কেন্দ্রের উপকারভোগিদের সাথে যুক্ত হবেন। আনুষ্ঠানিকভাবে মাগুরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথাগোজার ঠায় দিতে গিয়ে জেলার ৪৮টি স্পট বেছে নেওয়া হয়েছে। আর এই কাজ করতে যেয়ে সরকারের ৮৩ একর খাস জায়গা উদ্ধার করা হয়েছ। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষতেও অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

প্রেসকনফারেন্সে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকাইনা, উপজেলা নির্বাহী অফসারবৃন্দ, জেলা তথ্য অফিসার রেজাউল করীম, জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology