মাগুরা প্রতিদিন ডটকম : জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান-এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য বিরোধী উস্কানিমূলক প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আছাদুজ্জামান মিলনাতয়নে সরকারি কর্মকর্তা ফোরামের উদ্যোগে জেলা বিচার বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, জেলা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামসুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম অন্যরা।
প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।