মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার জন্যে তথ্য অফিসের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ এস. এম মাজেদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাটাকালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ ও আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানের প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের তিনশতাধিক শিক্ষার্থি অংশগ্রহণ করে।