মাগুরা প্রতিদিন ডটকম : কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে শনিবার মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের ভায়না মোড় ঘুরে পুলিশ লাইনস-এ গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক ড.আশরাফুল আলম ও পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।