মাগুরা প্রতিদিন ডটকম : করোনা মহামারির অজুহাতে শ্রমিক ছাটাই, ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল, খাদ্য, চিকিত্সা ও পর্যাপ্ত রেশনিং ব্যবস্থা চালু, কর্মঘন্টা নির্ধারণ, ওভাইটাইমের বিল পরিশোধসহ শ্রম আইনের ৫ ধারামতে নিয়োগ পত্র ও পরিচয় পত্র প্রদানের দাবিতে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হোটেল রেস্টুরেন্টের কর্মচারিরা।
দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিস শ্রমিক ফেডারেশন, মাগুরা জেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে জেলার অন্তত ৫০টি হোটেল রেস্টুরেন্টের কর্মচারিরা অংশ নেয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা জেলা হোটেল রেস্টুরেন্ট সুইটমিস শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রলয় মন্ডল বলাই, সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার সহ আরো অনেকে।