মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত রবিবার দেওয়াল চাপায় আহত শাকিল নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এনিয়ে দেওয়াল চাপার ওই ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।
গত রবিবার শহরের কলেজ পাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচীরটি ভেঙ্গে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের শরীরের উপর পড়ে। খবর পেয়ে সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। এ সময় রোমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অপর ৩ নির্মাণ শ্রমিক।
হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহত রাসেল দুপুরে মারা যায়। এছাড়া আহত রমজান (২২), শাকিলকে (২৩) প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নতর চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাদেরকে উন্নতর চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হলে বুধবার সেখানেই মারা যায় শাকিল।
নিহত শাকিল মাগুরা সদর উপজেরার আলিধানি গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে।