মাগুরা প্রতিদিন ডটকম: মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার থেকে শুরু হয়েছে শেখ রাসেল প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্ট।
সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা প্রিমিয়ার লিগ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
মাগুরা জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টূর্ণামেন্টে অংশ নিচ্ছে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমী, ভায়না ক্রিকেট ক্লাব, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবুল স্মৃতি ক্রিকেট ক্লাব। উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি ১২ রানের ব্যবধানে ভায়না ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মকবুল হোসেন সহ আরও অনেকে।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা সঙ্গীত ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। নৃত্যের সঙ্গে ‘মাগুরা থিম সঙ’ উপভোগ করে স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং আমন্ত্রিত অতিথিরা।