মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশে নারী নির্যাতন, নিপীড়ন, যৌন হয়রানি ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে “পরিবর্তনে আমরাই” নামের একটি সংগঠন।
বুধবার সকালে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে বক্তারা অবিলম্বে সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সংহিসতার প্রতিবাদ জানানোর পাশাপাশি সম্প্রতি সময়ে ঘটে যাওয়া এ সকল ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, সাংবাদিক শামিম আহম্মেদ খান, নাহিদুর রহমান, আশিকুর রহমান প্রমুখ।