মাগুরা প্রতিদিন ডটকম : জাতীয় ফায়ার সপ্তাহ উপলক্ষে মাগুরায় সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ বিষয়ে নানা কর্মসুচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে রবিবার সকালে পিয়ারলেস মেডিকেল সার্ভিসের ভবনে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মাগুরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক কল্যাণ সমিতির আয়োজনে মাগুরা ফায়ার সার্ভিস ও পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এ-র সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসুচিতে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজি সেন্টারের কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
এ সময় উপস্থিত মাগুরা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক গোলাম সরওয়ার, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি খন্দকার ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, আওয়ামীলীগ নেতা রানা আমির ওসমানসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।