আজ, বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৫২

ব্রেকিং নিউজ :

মাগুরায় বেতন বৃদ্ধির দাবিতে পোস্টাল ইডি কর্মচারিদের মানববন্ধন ও বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার দুপুরে পোস্টাল ইডি কর্মচারিরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

দুপুর ২ টায় শহরের প্রধান ডাকঘরের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে বেতন ভাতা তিনগুন বৃদ্ধিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে ইউনিয়নের মাগুরা জেলা শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য রাখেন।

বক্তারা জানান, সারাদেশের মতো মাগুরা জেলার ৬০টি শাখা ডাকঘরের প্রধানরা মাত্র ৪ হাজার ৪৬০ টাকা মাসিক বেতনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করছেন। এই দূর্মূল্যের বাজারে স্বল্প বেতনে পরিবার পরিজন নিয়ে দিনযাপন করা তাদের পক্ষে খুবই কষ্টসাধ্য বিষয়। বিধায় অবিলম্বে তাদের বেতন ভাতা তিনগুন বৃদ্ধি অপরিহার্য।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology