মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ডিবি পুলিশ রবিবার সকালে শহরের পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারীপাড়া থেকে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার বারাশিয়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা সহ অবৈধ মাদকের কারবার করে আসছিলো। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপারী পাড়ায় সিরাজের সাইকেল গ্যারেজের সামনে থেকে ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা ডিবি ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, রবিউল দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে।