মাগুরা প্রতিদিন ডটকম : বধুবার ২০২০-২০২১ অর্থ বছরের জন্যে মাগুরা পৌরসভার ৫০ কোটি ৫ লক্ষ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে মাগুরা পৌরসভার জন্যে ১০০ কোটি ৩৬ লক্ষ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হলেও এ বছরের প্রস্তাবিত বাজেট তার অর্ধেক প্রায়।
মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল পৌরসভার সম্মেলন কক্ষে কাউন্সিলর এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন।
মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম, পৌরসভার সচিব রেজাউল করিম সহ অন্যান্যরা প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখেন।