মুসাফির নজরুল: পল্লী কর্ম-সহায়ক প্রকল্প (পিকেএসএফ) মাগুরা রোভা ফাউন্ডেশনের সহযোগিতায় মাগুরার অতি দরিদ্র অতিদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে গতকাল বৃহস্পতিবার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মাগুরা জেলার চারটি উপজেলা ও যশোরের বাঘারপাড়া উপজেলার ১৬ জন শিক্ষার্থীকে ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রথম ধাপে প্রত্যেককে ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। ৬ মাস পর আবার তাদের প্রত্যেককে একই পরিমাণ আর্থিক সহযোগিতা দেয়া হবে। মাগুরা শহরের রোভা ফাউন্ডেশন কার্যালয়ে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপত অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান। বক্তব্য রাখেন জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম।