আজ, রবিবার | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের মৃত্যু মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল

এসএসসিতে ১০ জেলার মধ্যে মাগুরা ৯ম স্থানে

মাগুরা প্রতিদিন : এসএসসির ফলাফলে যশোর বোর্ডের দশ জেলার মধ্যে মাগুরার অবস্থান নবম। আর সর্বশেষ স্থানে আছে নড়াইল জেলা।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ বছর গড় পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। এ জেলার গড় পাসের হার ৯০ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে যশোর জেলা। এ জেলার গড় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

এরপর ৮৬ দশমিক ৬ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাগেরহাট জেলা। পঞ্চম স্থানে থাকা কুষ্টিয়া জেলার গড় পাসের হার ৮৫ দশমিক ২১ শতাংশ। ষষ্ঠ স্থানে থাকা মেহেরপুর জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৭৩ শতাংশ। সপ্তম স্থানে থাকা চুয়াডাঙ্গা জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম স্থানে থাকা ঝিনাইদহ জেলার গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ।

নবম স্থানে থাকা মাগুরা জেলার গড় পাসের হার ৮০ দশমিক ৯৮ শতাংশ। তলানিতে রয়েছে নড়াইল জেলা। এ জেলার গড় পাসের হার ৮০ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের দেয়া তথ্যমতে, খুলনা বিভাগের ১০ জেলায় ২ হাজার ৫৫৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫  হাজার ৭৫৯ জন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology