মাগুরা প্রতিদিন : মাগুরা সদর উপজেলার কসুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা বাকি বিল্লাহ সান্টুকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সেনা ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে সদর উপজেলার বেলনগর গ্রামে সান্টুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এ সময় একটি ওয়ান সুটার গান সহ তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
একই রাতে জয় কুমার দাস নামে অপর এক যুবককে লক্ষ্মীকান্দর গ্রাম থেকে দেশি অস্ত্র সহ গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।