আজ, শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৪৭


জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : শিক্ষা, ঐক্য ও মুক্তির স্লোগানে অগ্রসরমান জাতীয় ছাত্রশক্তির মাগুরা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

১৬ জানুয়ারি অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাতুল শেখ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন পল্লব বিশ্বাস। সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন নাহিয়ান খান নিহাজ। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুল ইসলাম সোহান এবং মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নুর আহমদ শোভন।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ প্রদান করা হয়েছে।

অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে, নবগঠিত কমিটি জেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শিক্ষা, অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology