মাগুরা প্রতিদিন : মাগুরায় জুলাই-আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১ম পর্বের মাগুরা জেলার মোট ১৩ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম উপস্থিত থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এপিএস মো. মোয়াজ্জেম, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হকসহ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেক পাওয়া এ ১৩ জন যোদ্ধা হলো ‘এ’ ক্যাটাগরিতে মাগুরা সদরের পারনান্দুয়ালী বিশ্বাসপাড়া গ্রামের রিপন মোল্যা, সদরের আলোকদিয়া গ্রামের মো. আব্দুল্লাহ আল মামুন, সদরের হাজীপুর ফুলবাড়ি গ্রামের আফফান হোসেন ও শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা করুন্দি গ্রামের মো. জিহাদ।
বি’ ক্যাটাগরিতে মহম্মদপুর নহাটা গ্রামের রকি মিয়া, সদরের হাজরাপুর গ্রামের মাহবুবুর রহমান, সদরের আদর্শ পাড়ার তিতাস পাটয়ারি, মহম্মদপুরের যশোবন্তপুর গ্রামের রুবেল মিয়া, সদরের আরাজীশ্রীকুণ্ডী গ্রামের মনিরুল ইসলাম, শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের সোহেল রানা, সদরের আলোকদিয়া গ্রামের খন্দকার জাফর ইকবাল, সদরের জগদল গ্রামের সাজ্জাদুল ইসলাম ও শালিখার কাটিগ্রাম পুলুম গ্রামের শেখ ছুবান। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রাপ্তরা ২ লাখ টাকা এবং ‘বি’ ক্যাটাগরিরা ১ লাখ টাকার চেক পান।