মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ইয়াবাসহ মিন্টু(২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে শহরের হাজীসাহেব রোড থেকে তাকে আটক করা হয় । এ সময় তার নিকট থেকে ২৭ পিচ ইয়াবা ও ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের নির্দেশে মাগুরা জেলায় চলছে মাদক বিরোধী অভিযান। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নান্টু(২৮ )কে ২৭ পিচ ইয়াবা ও ১শ’ গ্রাম গাজাসহ আটক করা হয়। সে ওই এলাকার মৃত কামাল শেখের ছেলে। তার নামে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ।