আজ, শুক্রবার | ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৬

ব্রেকিং নিউজ :
পাশবিক নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু-ধর্ষকের বাড়িতে অগ্নি সংযোগ মাগুরার সংকটাপন্ন শিশুটির জন্যে দোয়া প্রার্থনা মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের ডিএনএ সংগ্রহ মাগুরায় শিশু ধর্ষণ মামলার আসামীদের রিমাণ্ড মঞ্জুর মাগুরায় শিশু ধর্ষণে জড়িতের অবিলম্বে ফাঁসির দাবিতে দিনভর বিক্ষোভ মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার আসামী গ্রেফতার মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধদের থানা ঘেরাও মাগুরায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন মাগুরা প্রতিদিন কার্যালয় পরিদর্শনে তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা মাগুরায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর  ইফতার মাহফিল

মাগুরায় তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় রবিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উত্সব ও বিষয় ভিত্তিক আলোচনা।

জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এই সাংস্কৃতিক উত্সবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

রবিবার বিকালে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে সাংস্কৃতিক উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিশু কর্মকর্তা আহমেদ আল হোসেন, জেলা তথ্য অফিসার রেজাউল করিম।

তিনদিন ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উত্সবের মধ্যে রয়েছে, সঙ্গীত, নৃত্য, এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

সাংস্কৃতিক উৎসব শেষ হবে ২১ ডিসেম্বর মঙ্গলবার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology