আজ, মঙ্গলবার | ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ৭:২৪


মাগুরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মাগুরা প্রতিদিন : মাগুরায় সাড়ম্ভর ও ধর্মীয় ভাবগাম্ভীর মধ্য শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে।

বুধবার দুপুরে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শহরের নতুন বাজার নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মঙ্গল প্রদীপ অন্তে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সাতদোয়া ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয় ।

শোভাযাত্রায় মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শালিখা উপজেলা থেকে আগত মতুয়া শিল্পী সংঘের প্রায় সহ¯্রাধিক নারী-পুরুষ, যুবক, কিশোর, শিশুরা ঢোল, বাশিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে অংশ নেয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর বর্ণাঢ্য এ শোভাযাত্রার উদ্বোধন করেন। এছাড়া মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ড। পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে এক ধর্মীয় আলোচনা সভা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহনলাল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

ধর্মীয় উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটাজী। বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দত্ত।

অনুষ্ঠানে ধমীয় আলোচনায় অংশ নেন মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাধ্যক্ষ চিন্ময়ানন্দ দাম বাবাজী মহারাজ, নতুর বাজার জগন্নাথ মন্দিনের অধ্যক্ষ অচ্যুত অদ্বৈত দাস ব্র²চারী ও দরিমাগুরা নিতাই গৌর গোপাল রাধাবিনোদ সেবাশ্রমের অধ্যক্ষ ভবানন্দ দাস বাবাজি মহারাজ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology