মাগুরা প্রতিদিন : চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ক্রিকেটার সাকিব আল হাসানের পাওনা রয়েছে ৪৮ লক্ষ টাকা।
সোমবার বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। বোর্ডের ১৮তম এ সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয় আলোচিত হয়। যেখানে চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এতকিছুর মাঝেও আলাদাভাবে উচ্চারিত হয় সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই নেই দলে। কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে তিনি ছিলেন। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা রয়েছে তার।
৫ আগস্টের পর রাজনৈতিক পালা বদলের পর মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেনি। অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন তিনি।
অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক্স বাদেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তার গেল বছরের পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ পর্যন্ত।
সাকিব আল হাসানের বেতনের বিষয়টি বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে নিশ্চিত করেছেন।