মাগুরা প্রতিদিন : মাগুরা শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবীথি সড়কে শনিবার রাতে ভজন কুমার গুহ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভজন ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে।
এ ঘটনার পর রাত ১১ টার দিকে হত্যাকাণ্ড জড়িত সন্দেহে ওই এলাকার আবির হাসান নামে এক যুবককে রক্ত মাখা ছুরি সহ আটক করা হলে বিক্ষুব্ধ জনতা তার উপর হামলা চালায়। এ সময় পুলিশ ভ্যান থেকে প্রকাশ্যে তাদের দেখে নেয়ার হুমকি দেন ওই যুবক।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, শনিবার রাত এগারোটার দিকে বাড়ির পাশেই মুন্সী বাড়ির গলিতে জবাই করে হত্যা করা হয় ব্যবসায়ী ভজনকে। এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ সময় তল্লাশি করে ভজনের বাড়ির কয়েক বাড়ি পরে হান্নান বিশ্বাসের বাড়ি থেকে তার ছেলে আবির হাসানকে সন্দেহজনকভাবে আটকের পাশাপাশি একটি রক্তমাখা ছোরা উদ্ধার করে। আবিরের হাতেও রক্তের দাগ দেখা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তার উপর হামলা চালাতে গেলে পুলিশ ভ্যানে বসেই সে স্থানীয়দের উদ্দেশ্যে ধর্মীয় বিভেদ সৃষ্টিকারী ও অকথ্য গালাগালি দিতে দেখা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী জানান, এ ঘটনায় আবির হাসানকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে বিপ্লব গুহ। তবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে।