আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:০২


মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা

মাগুরা প্রতিদিন : মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মাগুরায় শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়।পরে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির এমবি বাকের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায় উপস্থিত ছিলেন।

ধর্মীয় আলোচনায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology