আজ, রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় ভূমি ও রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ খালেদা জিয়া এখন নির্দিষ্ট পার্টির লিডার নন -প্রেস সচিব শ্রীপুরে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল মাগুরায় মটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু ফ্যাটিলিভার ও ম্যাশ চিকিৎসায় ইনসেপ্টা বাজারে নিয়ে এলো ফ্রিহেপ্টা বিজয়ের মাস ডিসেম্বর: রক্তস্নাত ইতিহাসে বাঙালির চূড়ান্ত স্বাধীনতার প্রাপ্তি চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি—মাগুরায় বার্ষিক পরীক্ষায় বিপর্যয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাজী কামালের দোয়া মাহফিল মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন স্মারকলিপি পেশ খালেদা জিয়ার অসুস্থতায় মনোয়ার খানের নির্বাচনী কার্যক্রম স্থগিত

মাগুরায় উচ্চ মাধ্যমিকে পাশের হার ৩৭ শতাংশ

মাগুরা প্রতিদিন : এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরার ৩৭ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জেলার ৩৪টি কলেজের মোট ৬ হাজার ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৪০১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শত ৫৪ জন। অন্যদিকে জেলার ৩টি কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

বৃহস্পতিবার ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর যশোর শিক্ষাবোর্ডের পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ। মাগুরা জেলার পাসের হার ৩৭ শতাংশ হলেও মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাসের হার সবচেয়ে বেশি ৭৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ৭৩ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষায় পাসের হার ৮১ শতাংশ। জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শত ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩ শত ৮৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সবচেয়ে বেশি শালিখার ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদরাসার ৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

মাগুরায় ১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ শত ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়ে ২৯৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন। তারা সদর উপজেলার নাজির আহমেদ কলেজের বিএম শাখার শিক্ষার্থী। জেলায় এ বিভাগে পাশের হার ৪৬ শতাংশ।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মাগুরা সদরের দুটি এবং মহম্মদপুরের একটি কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজ ও রাউতড়া হৃদয় নাথ স্কুল কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ। মোট ২৪ জন শিক্ষার্থী ওই তিনটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology