মাগুরা প্রতিদিন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক চারজন প্রার্থী সোমবার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল মতিনের পক্ষে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু মনোনয়ন পত্র সংগ্রহ করেন। একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিঞা (কুটি) মনোনয়ন পত্র নেন।
এদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী এমবি বাকের নিজে উপস্থিত থেকে এ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
অন্যদিকে মাগুরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি আগামী ২৯ ডিসেম্বরের আগেই সুবিধাজনক সময়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ তারিখে। মনোনয়ন পত্র জমাদানের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসন থেকে ডক্টর বিরেন শিকদার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।