মাগুরা প্রতিদিন: মাগুরায় সদর উপজেলার আমুড়িয়া গ্রামের একটি বাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঝিপাড়ায় ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের বাড়ির টিনের চাল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে।
গৃহকর্তা মুস্তাফিজুর জানান, ডাকাত দল ঘরের মধ্যে ঢোকার পর অস্ত্রের মুখে তাকে ও পরিবারের অন্যদেরকে মারধর করে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
মুস্তাফিজুর রহমান জানান, তিনি গরুর ব্যবসায়ী এবং গরু বিক্রির টাকা ঘরে রাখা ছিল। ওই টাকার খবর জানতে পেরে ডাকাত দল বাড়িতে হামলা চালায় বলে ধারণা হচ্ছে।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।