আজ, শুক্রবার | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৬

ব্রেকিং নিউজ :
বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরা সদর উপজেলায় রানা শ্রীপুরে রাজন নির্বাচিত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান পদে মাগুরা সদরে রানা ও শ্রীপুরে রাজনের দিকেই সবার নজর মাগুরায় ঋষিপাড়ার সদস্যদের মধ্যে কৃষিব্যাংকের সহজশর্তে ঋণ বিতরণ মাগুরায় রানাকে সমর্থন দিয়ে নির্বাচন ছাড়লেন ভিপি জাহাঙ্গীর শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাজন-সংগ্রামের কর্মীদের মধ্যে সংঘর্ষ জমে উঠেছে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন বৃষ্টির প্রার্থনায় নামাজ পড়ে কাঁদলেন শ্রীপুরের মুসল্লিরা

সাকিবের নতুন সিদ্ধান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে না আসার সিদ্ধান্ত জানিয়েছেন সাকিব।
তবে মাশরাফি বিন মর্তুজা লড়বেন নড়াইলে।

এর আগে সাকিব নির্বাচন করার আগ্রহের কথা জানিয়ে বলেছিলেন, ‘তিনি মাগুরা-১ আসনের জন্য তার মনোনয়নপত্র জমা দেবেন। শনিবার দিনভর এই নিয়ে ছিলো নানা গুঞ্জন, মাগুরার মানুষের মাঝে ছিলো অনেক উৎকন্ঠা। পরে সন্ধায় শোনা যায় মাগুরা ১ আসন থেকে নয়, সাকিব ঢাকা- ১৭ বা অন্য কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। সবশেষে রাতে নির্বাচনে অংশ গ্রহন না করার সিদ্ধান্তের কথা জানান তিনি। আর যেন সস্তি ফিরে পেলো মাগুরাবাসীও। আসলে..খেলোয়াড় হিসেবে সারাদেশের ন্যায় মাগুরায় সকলের কাছে প্রিয় সাকিব, মাগুরাবাসীও তাকে নিয়ে গর্বিত বটে, কিন্তু তার বাইরে মাগুরার সর্বসাধারনের মাঝে, কোন সমাজিক কাজে, কারো সাথে পাছে কোথাও কোন বিচরণ তার নেই বললেই চলে।

সাকিব মাগুরার সাধারন জনতার সামনে/কাছে বাকি সারা দেশবাসীর মতই একজন সেলিব্রেটি মাত্র।

“জনতার মুখপাত্র হবার মতো বিশেষ কোন ভুমিকায় কখনো দেখা যায়নি তাকে”।

“যা মাশরাফি বিন মর্তুজা আর নড়াইলবাসীর সম্পর্কের অবস্থার থেকে পুরটাই ভিন্ন। যা নিয়ে আপসোসের শেষ নেই অনেক মাগুরাবাসীর মনেই”।।

এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইল থেকে আওয়ামী লীগ নির্বাচন করার কথা। তিনি কাল সকালে নড়াইল-২ আসন থেকে মনোয়ন ফরম কিনবে বলে জানা গেছে। বেশ আগে থেকেই তিনি ও তার পরিবার নড়াইল বাসীর প্রানের মানুষে পরিণত হয়েছেন, ছোট বড় সকলের মাঝে সর্বস্তরে সামাজিক ভাবে অবাদ বিচরন তার।

এর আগে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘সাকিব-মাশরাফি দুজনই কাল মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তাঁদের দুজনকেই সাক্ষাতের জন্য যেতে বলা হয়েছে।’

কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন।

-রবিন শরীফ

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology