আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | সকাল ১১:২১


উপদেষ্টার এপিএস মোয়াজ্জেমকে দুদকে জিজ্ঞাসাবাদ

মাগুরা প্রতিদিন : তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। এ সময়, দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে।এর আগে, মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সম্প্রতি তা গণমাধ্যমে প্রচারিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এর আগে গত ২৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার অনুরোধ জানান উপদেষ্টা আসিফ।আসিফ মাহমুদ বলেন, যেহেতু এখন তিনি (মোয়াজ্জেম) মন্ত্রণালয়ে কর্মরত নন, সুতরাং মন্ত্রণালয় পর্যায়ে এটা তদন্ত করার সুযোগ নেই। তিনি একজন স্বাধীন ব্যক্তিসত্তা। সেই জায়গা থেকে আমরা দুদককে অনুরোধ করেছি যে আপনারা এটা তদন্ত করুন।

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী আসিফ মাহমুদ। এরপর গত ১৪ আগস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি।মোয়াজ্জেম মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ঘুল্লিয়া গ্রামের সন্তান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology