আজ, বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৬


মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মাগুরা প্রতিদিন : গণভোট প্রচার কার্যক্রম জোরদার ও ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে মাগুরায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদ মোহাম্মদ জাকী এবং উপসচিব মোঃ ইয়ারুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধির কার্যকর কৌশল, প্রচার কার্যক্রমের সমন্বয় এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে গণভোটকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে তথ্যভিত্তিক প্রচার ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদসহ উপস্থিত কর্মকর্তাবৃন্দ গণভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত ও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology