মাগুরা প্রতিদিন : চব্বিশের গণ অভ্যুত্থান স্মরণে মাগুরায় জিয়া পরিষদ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় শহরের নোমানী ময়দান থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার আলিমুজ্জামানের সভাপতিত্বে “রক্তাক্ত-২৪” এর গণ অভ্যুত্থান শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলি আহমেদ।
অধ্যাপক কবিরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দিন তুষার, জিয়া পরিষদ সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বাবলু সহ আরো অনেকে।