আজ, শনিবার | ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:০০


মাগুরার প্রয়াত আইনজীবী রতন মিত্রের স্মরণসভা

মাগুরা প্রতিদিন : মাগুরার প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের আত্মার শান্তি কামনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার মাগুরা বার ভবন সম্মেলন কক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়িরা জজ মো. মিজানুর রহমান।

মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাহবুবুল আকবর কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের আত্মার শান্তি কামনায় এবং তাঁর কর্মময় জীবনের উপর আলোকপাত করে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহেদ হাসান টগর সহ স্থানীয় আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্মরণসভা শেষে প্রয়াত আইনজীবী রতন কুমার মিত্রের পরিবারের সদস্যদের হাতে জেলা আইনজীবী সমিতির তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

এডভোকেট রতন কুমার জীবন ৩১ মে শনিবার মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পান। একই বছর তিনি মাগুরা জেলা আইনজীবী সমিতিতে যোগ দিয়ে আইনি পেশা শুরু করেন। দীর্ঘদিন তিনি মাগুরা জেলা জেলা জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology