মাগুরা প্রতিদিন: মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার ভোরে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা হিসাম দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আশরাফুজ্জামান হিসামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, গ্রেফতারকালে তার কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। মাগুরা থেকে পুলিশের প্রতিনিধি দলটি পৌঁছলে তাদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি চালানো হবে।
আশরাফুজ্জামান হিসামের বিরুদ্ধে মাগুরা সহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।