আজ, শনিবার | ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:০০


৩ জুলাইয়ের মধ্যে ঘোষণা পত্র ও সনদ কার্যকর দেখতে চাই-নাহিদ ইসলাম

মাগুরা প্রতিদিন : জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়ে তালবাহানা চলছে। ৫ আগস্ট গণ অভ্যূত্থানের এক বছর পূর্তি হবে। ৩ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কার্যকর দেখতে চাই। সরকার যদি এক বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয় তাহলে সারাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। ৩রা আগস্ট আমরা ঢাকায় শহীদ মিনারে থাকবো।

এর আগে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর দেড়টায় ঝিনাইদহ থেকে সড়ক পথে মাগুরা শহরের ভায়নার মোড়ে পৌঁছান।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, রংপুর মহানগরের মুখ্য সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা সহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে পায়ে হেটে শহর প্রদক্ষিণ করেন। শতাধিক নেতা-কর্মী নিয়ে পদযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার ভায়নার মোড়ে ফিরে আসে।

ভায়নার মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে দাঁড়িয়ে এসসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বৃষ্টি উপেক্ষা করে পদযাত্রায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, একটি বার্তা নিয়ে প্রতিটি জেলাতে যাচ্ছি যে-আমাদের দেশটিকে গড়তে হবে। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণের লড়াই শুরু হয়েছে। সে লড়াইতে আপনাদের অংশ নিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের আগে জাতীয় নাগরিক কমিটির রংপুর মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা মাগুরার পথসভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

পথসভা শেষে তারা নড়াইলের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology