মাগুরা প্রতিদিন ডটকম : ঘৃণিত অগ্নি-সন্ত্রাশ এবং নাশকতার বিরুদ্ধে মাগুরা জেলা আওয়ামী যুবলীগ শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সন্ধ্যা ৬ টায় জেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গী মোড় হয়ে শহরের ভায়নার মোড় সমাবেশ করে।
এ সমাবেশ থেকে রাজনীতির নামে ঘৃনিত অগ্নি সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ আহাদ, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ অন্যান্যরা।
ঢাকায় নির্বাচনকেন্দ্রীক গণ পরিবহনে অগ্নি সংযোগ ও নাশকতার জন্যে বক্তারা বিএনপি এবং জামাতকে দায়ি করে তাদের প্রতি সুস্থ্য রাজনীতি চর্চার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।