আজ, সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার জাতীয় সঙ্গীত নিয়ে চক্রান্তের প্রতিবাদে মাগুরায় উদীচীর সঙ্গীত পরিবেশন মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদী মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর থানার ওসিকে প্রত্যাহারে ছাত্রদের আলটিমেটাম মাগুরায় নতুন পুলিশ সুপারের যোগদান গুলিতে নিহত শাহরিয়ার সোহানের দাফন শ্রীপুরে সম্পন্ন মাগুরায় মটর সাইকেলের ধাক্কায় পথচারির মৃত্যু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাগুরা প্রেসক্লাবকে সাউন্ড সিস্টেম প্রদান চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরায় আনসার সদস্যদের মানববন্ধন সমাবেশ বেরোইল গ্রামের জাহিদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

অপরাধি এবং আশ্রয়-প্রশ্রয়দাতাদের জন্যে মাগুরা পুলিশ সুপারের হুসিয়ারি বার্তা

মাগুরা প্রতিদিন ডটকম : অপরাধি, অপরাধ কর্মে জড়িত ব্যক্তি এবং আশ্রয়-প্রশ্রয়দাতাদের জন্যে সতর্ক বার্তা দিলেন মাগুরা পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম।

বুধবার বিকালে মাগুরা সদর থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওই গোষ্ঠিকে হুসিয়ারি দিয়ে বলেন, পুলিশ অবশ্যই জনগণের সেবক। জনগণের সেবা এবং দূর্দশা লাঘবেই কাজ করে যাবে। পেশাদার চোর, পেশাদার ডাকাত, পেশাদার ছিনতাইকারি এবং দস্যুতার হার জিরো কোটায় নামিয়ে আনতে চাই। আর লক্ষ্য পূরণে অবশ্যই সকলের সহযোগিতা প্রয়োজন।

প্রধান অতিথি সমাজের বিশৃঙ্খলাকারী এবং মদতদাতাদের চিহ্নিত করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানান তিনি।

ওপেন হাউডে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, পরিবর্তন দরকার হলে সেই পরিবর্তন নিজ নিজ ঘর থেকেই শুরু করতে হবে। নিজেদের সদিচ্ছা থাকতে হবে। তাহলেই অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। সম্ভব হবে সুন্দর সমাজ গড়ে তোলা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এএসএম কামরুজ্জামান চাঁদ, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত আমন্ত্রিতদের মধ্যে বক্তব্য রাখেন হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহারুল ইসলাম আখরোট, হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন, সাংবাদিক আবু বাসার আখন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরগণ।

বক্তারা সদর উপজেলাসহ সারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা সমস্যা তুলে ধরে সমাধানে পুলিশের সহযোগিতা চাওয়ার পাশাপাশি বাস্তবায়ন দাবি করেন।

মাগুরা সদর থানা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃত্বদানকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology