মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে আলোকিত প্রাইভেট স্কুল ও তোরাব আলী স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে কোরান তেলাওয়াত, গীতাপাঠ শেষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আকবর বাহিনীর অধিনে অংশগ্রহণকারী ৭ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রজব আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজ শেখ, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমাণ্ডার শফীউদ্দীন জোয়ারদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতি সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিয়া সিরাজুল ইসলাম তাঁর বক্তব্যে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ১৫ ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে এম তোরাব আলী স্মৃতি সংসদের পক্ষ থেকে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।