মাগুরা প্রতিদিন ডটকম : জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় শনিবার মাগুরা শহরে আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
সকাল ১১ টায় দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা এই আনন্দ মিছিল বের করে।
শহরের জামরুল তলায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়ার আনন্দ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ আনন্দ র্যালিতে অংশ নেয়।
পরে তারা শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে।