মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে রাজু হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার তখলপুর গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধন সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি করেছে রাজুর পরিবার।
নিহত রাজুর পরিবার ও গ্রামবাসির উদ্যোগে নিহত রাজুদের বাড়ির সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশে নানা বয়সের শত শত নারী পুরষ এবং শিশুরাও অংশ নেয়।
এ সময় নিহত রাজুর বাবা আকতার শেখ বলেন, চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে অনেকে মিলে আমার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাদেরও বিচারে মৃত্যুদণ্ড চাই।
৭ মার্চ সোমবার রাতে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আকতার শেখের একমাত্র ছেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রাজু (২২) খুন হয়।
এ ঘটনার পরদিন রাজুর বাবা ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামী শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমানসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ মামলার প্রধান আসামী মশিয়ার চেয়ারম্যানকে ৭ দিনের রিমাণ্ডে পেতে আবেদন করলে বিজ্ঞ আদালত রিমাণ্ড না মঞ্জুর করে জেলগেটে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।